Saidur Trainer 2 years ago |
জটিল রোগে আক্রান্ত ব্রুস উইলস
‘ডাই হার্ড’খ্যাত ব্রুস উইলসকে চেনেন না এমন মুভি প্রেমিক কম আছেন। এদেশেও তার ভক্ত অনেক। তাদের জন্য মনখারাপের বার্তা হলো, জনপ্রিয় এই তারকা জটিল রোগে ভুগছেন। চিকিৎসার ভাষায় এটি ‘ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া’।
ব্রুস উইলস
পরিবার থেকে জানা গেল ২০২২ সাল থেকে অ্যাফেসিয়ায় ভুগছেন ব্রুস সেই সমস্যা আরও বেড়েছে। ‘ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া’ বা এফটিডি এমন এক ধরনের সমস্যা যার ফলে একাধিক অসুখ দেখা দিতে পারে। সহজ কথায়, এর ফলে মস্তিষ্কের ফ্রন্টাল ও টেমপোরাল লোব সঙ্কুচিত হতে থাকে।
সাধারণত এতে মস্তিষ্কের এমন এক অংশ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আক্রান্ত ব্যক্তির আচরণ, ব্যক্তিত্ব এবং ভাষা ব্যবহারের ক্ষমতা প্রভাবিত হয়। ব্রুসের পরিবার যে বিবৃতি দিয়েছে তাতেও সেই সমস্যার কথা স্পষ্ট। এমনকি ধীরে ধীরে স্মৃতিশক্তিও হারাবেন ব্রুস উইলস। তবে একই সঙ্গে এটিও স্পষ্ট যে হাল ছাড়তে রাজি নন কেউ। শুধু বর্তমান স্ত্রী এমা হেমিং উইলিস নন, ব্রুসের পাশে দাঁড়িয়েছেন তার প্রাক্তন স্ত্রী ও হলিউড-তারকা ডেমি মুর।
‘ডাই হার্ড’ সিনেমাখ্যাত ব্রুস উইলিসের যে রোগ ধরা পড়েছে, এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। পরিবারের পক্ষ থেকেও সেই কথা জানিয়েছে।
Alert message goes here